1. admin@dailydigantor.com : admin :
নেত্রকোনায় দায়ের কোপে সাংবাদিক আহত – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নেত্রকোনায় দায়ের কোপে সাংবাদিক আহত

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

 

 

নিজস্ব সংবাদদাতা।।দৈনিক সময়ের কাগজের নেত্রকোনা জেলা প্রতিনিধি এবং দৈনিক নেত্র নিউজের সম্পাদক মোঃ মেহেদী হাসান (৩২)কে পূর্ব পরিকল্পিত শত্রুতার জেরে খুন করার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপানোর সংবাদ পাওয়া গেছে।মঙ্গলবার বেলা অনুমান ০১:০০ ঘটিকার সময় নেত্রকোনা মডেল থানাধীন ফরিদপুর মোড়ে একটি সালিশ দরবার চলাকালীন অবস্থায় তার ওপর এ আক্রমণ করা হয়।

আজ বুধবার নেত্রকোনা মডেল থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মেহেদী হাসান। তিনি বলেন আক্রমণকারীরা সবাই জামাত এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক নিউজ করার কারণে শত্রুতা বসত প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে তারা আমার ওপর এ আক্রমণ করেছে।  অবিলম্বে তার উপর আক্রমনকারীদের দ্রত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

অভিযোগ পত্রে পাঁচ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন ১। মোঃ আলী উসমান (৪৫), পিতা-মৃত মিয়া হোসেন, ২। মোঃ আলিফ মিয়া (২৬), পিতা-মোঃ আলী উসমান, ৩। রনি মিয়া। (৩০), পিতা-নেবুল ৪। লিমন মিয়া (২৮), পিতা-মোঃ আলী আকবর, ৫। মোঃ জসিম (৩২), পিতা-মোঃ লাল মিয়া, সর্ব সাং-ফরিদপুর, থানা ও জেলা- নেত্রকোণা।

সাংবাদিক মেহেদী হাসান বর্তমান সুস্থ রয়েছেন তবে তার মাথায় অধিক মাত্রায় ক্ষত হওয়ায় চারটি সেলাই লেগেছে বলে জানা যায়।

এদিকে “সাংবাদিক ঐক্য জোট” মেহেদীর হাসানের উপর বর্বরোচিত এ ধরনের আক্রমণকে পেশাগত কাজে এক প্রকার অন্তরায় বলে মনে করছেন।নেতৃবৃন্দ অবিলম্বে আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অন্যথায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বৃহত্তম আন্দোলনের ঘোষণা দেন তারা।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা