1. admin@dailydigantor.com : admin :
বগুড়া শাজাহানপুর প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজনদের সংবর্ধনা – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন

বগুড়া শাজাহানপুর প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজনদের সংবর্ধনা

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

 

মো: মহিউদ্দিন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।।শাজাহানপুর প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১তম কার্যনির্বাহী কমিটির প্রথমবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রেসক্লাবের গঠনতন্ত্রের মোড়ক উম্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক সন্ধা সোমবার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন বগড়া-৭ আসনের সংসদ সদস্য ও শাজাহানপুর প্রেক্লাবের প্রতিষ্ঠাতা মো. রেজাউল করিম বাবলু,শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, শেরপুর টেনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলমগীর,সহ:অধ্যাপক আওরঙ্গজেব, মঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান।

গুণীজন হিসেবে সংবর্ধিত হয়েছেন শাজাহানপুর উপজেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখায় উপজেলা বাস্তবায়ন কমিটির তৎকালীন আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলার শাহনগর গ্রামে বাণিজ্যিক ভাবে সবজি চারা উৎপাদনের কলাকৌশল সাধারণ কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে কয়েক শত কৃষিজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় শাজাহানগর সবজি চারা নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন এবং মাল্টিন্যাশনাল সফ্টওয়্যার ডেভেলপমেণ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ৪ শতাধিক শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় এস ই ও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল। এছাড়াও শাজাহাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. রেজাউল করিম বাবলু এমপি, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক খন্দকার আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এড. সবুর আল মামুন, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, নির্বাহী সদস্য সহ:অধ্যাপক মোস্তাফিজার রহমান এবং শাহাদত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা