1. admin@dailydigantor.com : admin :
সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

আবুল হাসান নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়ন, বেতন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ ৭ দফা দাবির বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার (২৬ মে ২৩) ঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের নেতারা।আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: আকতার হোসেন বলেন,গত বুধবার (২৪ মে ২৩) বুধবার জন-প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন এম.পি ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল ইসলামের সাথে কর্মচারী নেতৃবৃন্দের আলোচনা সভা হয়। এ সভায় কর্মচারীদের চলমান বৈষম্যের সাথে সহমত পোষন করে পূর্বঘোষিত সমাবেশ স্থগিতের আহ্বান জানায়। এসময়ে কর্মচারীদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ কর্তৃক ২৬ মে ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়ক মোঃ এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলী, মোঃ বদরুল হায়দার, আব্দুল হাই মোল্লা, ফরিদুর রহমান, আব্দুর রহিম হাওলাদার রানা, রুহুল আমিন, জামসেদ আলম, খলিলুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর