1. admin@dailydigantor.com : admin :
গাজীপুর সিটি নির্বাচন আজ - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন

গাজীপুর সিটি নির্বাচন আজ

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

স্পেশাল করেসপন্ডেন্ট : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আজ বৃহস্পতিবার (২৫ মে)। এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ১২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। মাঠে টহল দিচ্ছে র‍্যাব ও বিজিবি। কেন্দ্রে-কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এবারের নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ প্রার্থী লড়ছেন। মেয়র পদে লড়ছেন ৮জন। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৭৭টিকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি, রনি সরকার হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন লাঙল, জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন ভোটের মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর