1. admin@dailydigantor.com : admin :
সুনামগঞ্জ দোয়ারাবাজারে ২০ বছর বাড়ি ছাড়া তিন পরিবার - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ দোয়ারাবাজারে ২০ বছর বাড়ি ছাড়া তিন পরিবার

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধ প্রায় বিশ বছর ধরে,প্রাণের ভয়ে গ্রাম ছাড়া অসহায় নিরীহ মৃত আব্দুল গনির ৩ ছেলে ও ৫ মেয়ে। দখল করে নেওয়া হয়েছে ফসলি জমিসহ বসতবাড়ি। মার খাওয়ার ভয়ে গ্রামে কেউ ঢুকতে পারছেন না।তবে সামাজিক কোন্দল নিরসনে প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমাবেশ কোন কাজে আসেনি।

পরিবারের অভিযোগ, আপন ভাতিজা সবাজ আলী ও তবারক আলী এবং নাতি ছালে আহমদসহ আরও কয়েক জনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০-বছর থেকে বাড়ি ছাড়া ৩-পরিবারের ২০-জনেরমত মানুষ এবং ৫-বোনের মাঝে কেউ বাবার বাড়িতে আসতে পারে না।

প্রায় ২০ বছর ধরে আব্দুন নূরের পরিবারের উপর চলতে থাকে নির্যাতন। করা হয় গ্রাম ছাড়া। তাদের ফসল ও জমাজমি দখল করে নেওয়া হয়। বর্তমানে এসব জমি দখল করে খাচ্ছেন একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে সাবাজ আলী, মোবারক হোসেন,তফজ্জুল আলী, তবারক আলীসহ তাদের ছেলেরা।

তবে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন মোবার হোসেন জায়গা জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে বলে তিনি নিশ্চিত করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, মারামারির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে একটি নন প্রসিপেশন আদালতে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর