নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক ঐক্যজোট’ এর সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।এতে তোফায়েল আহমেদকে সভাপতি এবং জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহবাজ জামান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই কমিটি প্রকাশ করা হয়।
এতে দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমেদকে সভাপতি এবং দৈনিক ভোরের সময় এর বিশেষ প্রতিনিধি জাকির হোসেন সুমনকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেনঃ
সিনিয়র সহ-সভাপতি : বিষু দেবনাথ (দৈনিক বাংলাদেশ সমাচার)।
সহ-সাধারণ সম্পাদক : ফয়ছল কাদির-সিলেট জেলা প্রতিনিধি (দৈনিক ভোরের সময়)।
সাংগঠনিক সম্পাদক : মো: আব্দুল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা)
সহ-সাংগঠনিক সম্পাদক : জামিল রানা তালুকদার- channel24 news.com
কোষাধ্যক্ষ : সোমা বেগম-বিশেষ প্রতিনিধি (স্মার্ট সিলেট ২৪. কম)
প্রচার ও প্রকাশনা সম্পাদক : নাদিয়া ফেরদৌস
দপ্তর সম্পাদক : লিমন আহমদ-তালাশ টিভি
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ইব্রাহিম আলী : (দৈনিক জাগ্রত সিলেট)।
ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক : নিজাম উদ্দিন – দৈনিক বাংলাদেশ সমাচার।
উল্লেখিত প্রেস বার্তায় সাংবাদিক ঐক্যজোট চেয়ারম্যান জনাব আজিজুর রহমান বলেন সাংবাদিকদের অধিকার আদায়ে সংস্থাটি কাজ করে যাচ্ছে গত কয়েক বছর।
সমাজে গরীব, অসহায়,নির্যাতিত মানুষের পাশে থেকে গণমাধ্যম কর্মীদের উন্নয়নে কাজ করাই হলো এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।তিনি বলেন আপনারা সিলেট জেলায় সাংবাদিকদের কল্যানে অনুরূপ কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা।এই ক্ষেত্রে সংগঠনকে সর্বদা পাশে পাবেন বলেও তিনি আস্বস্ত করেন।
মানবিক কাজের প্রশ্নে হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী আদর্শ ও তার দর্শনকে ফলো করার আহবান জানান সংস্থার মহাসচিব শাহবাজ জামান।
পরে এক বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়।