আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় এসএসসি পরীক্ষার্থী মুক্তি রানী বর্মনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মোঃ কাউসার মিয়ার শাস্তির দাবি জানিয়ে জয়পুরহাটে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১০মে বেলা ১১টায় জেলা শহরের জিরোপয়েন্ট পাঁচুর মোড়ে জয়পুরহাট হিন্দু যুব পরিষদের আয়োজনে এবং হিন্দু মহিলা পরিষদ, হিন্দু ছাত্র পরিষদের সহযোগিতায় হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলার আহ্বায়ক গোবিন্দ বাঁশফোর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে নেত্রকোনার বারহাট্টায় এসএসসি পরীক্ষার্থী মুক্তি রানী বর্মনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মোঃ কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জয়পুরহাট হিন্দু যুব পরিষদের সভাপতি প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর বলেন, প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারীশিশু ও স্কুল কলেজের মেয়েদের নির্যাতন, ধর্ষন ও খুন হচ্ছে। পথে ঘাটে পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের আবির্ভাব। সংসার, সমাজ আইনশৃঙ্খলা বাহিনী সবার দায়বদ্ধতার প্রতি আরো যত্নশীল হওয়ার সময় এসেছে। নয়তো আগমী প্রজন্ম অন্ধাকারে নিমজ্জিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক বীরেন পাহান বলেন, আপনার সন্তান বখাটে হচ্ছে কিনা বখাটেদের সাথে মিশছে কিনা তা অবশ্যই আপনাকে নজর দিতে হবে। তবেই মুক্তি বর্মনের মতো তাজা ফুলের অকালে জীবন দিতে হবে না।
উপস্থিত অন্যান্য বক্তারা মুক্তির রানী বর্মনের হত্যাকরী কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়।