1. admin@dailydigantor.com : admin :
মার্কেটে সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

মার্কেটে সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, এখন থেকে মার্কেটগুলোতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে। মার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বাড়িতে বসে নজরদারির জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসাতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপির সদর দফতরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা পর্যালোচনা ও করণীয় নির্ধারণ এবং আসন্ন ঈদুল ফিতর ও ঈদপরবর্তী সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে করণীয় কী এ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ডিএমপি মতবিনিময় করে।
ডিএমপি কমিশনার বলেন, অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে পুরাতন ইলেকট্রিক্যাল লাইন সংস্কার না করা, নকল, সস্তা ও মানহীন ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানোর জন্য মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার ও যে সকল মার্কেটে সিসিটিভি ক্যামেরা নেই নিরাপত্তার স্বার্থে দ্রুত সিসি ক্যামেরা বসাতে হবে।
খন্দকার গোলাম ফারুক বলেন, প্রত্যেক মার্কেটে অগ্নিকাণ্ড যেন না ঘটে তার ব্যবস্থা ও হঠাৎ কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা কোন পথে প্রবেশ করবে, কোন পথে মালামাল বের করা হবে তার বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিকল্পনা সবার সুবিধার্থে প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা যেতে পারে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা, এফবিসিসিআইসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন ডিএমপি কমিশনার : এদিকে এরআগে সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী উপহার ও নগদ অর্থ সহায়তা দিতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, মানুষের ধারণা পুলিশ শুধু দিন-রাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে। তাদের মনে দয়া-মায়া বলে কিছু নেই। কিন্তু পুলিশ আপনাদের মতোই মানুষ। আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে-কষ্টে তাদের পাশে দাঁড়ায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, গত পরশু আপনারা দেখেছেন নিউমার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যেকোনো বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।তিনি আরও বলেন, ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের নাম ঠিকানা দেবেন, আমরা ব্যবস্থা নেবো।
ডিএমপির ৫০ থানা এলাকার ৬০০ জন অসহায় ও দুস্থর মধ্যে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর