আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : প্রতিষ্ঠালগ্ন হতে প্রতি বছরের ন্যায় এ বছরেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার আক্কেলপুর রেলগেট সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নিরেন দাসের এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল প্রয়াত বিশিষ্ট প্রবীন সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস এর স্মৃতি- চারণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধূরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক, মাননীয় হুইপ এমপি জয়পুরহাট-২ এর পি.এস ইমরুল হাসান সৈকত।
প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ইফতার পূর্ব আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতীর কল্যাণে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য হাবিবুল্লা বাহাদুর শিশির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উত্তম কুমার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী, সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেন শাকিল, জয়পুরহাট মডেল প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্যজোটের দপ্তর সম্পাদক আবু রায়হান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, সাংবাদিক দেব্রত মন্ডল, জামাল উদ্দীন, আমিনুর রহমানসহ প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।