স্টাফ রিপোর্টার:খুলনা নগরীর দৌলতপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা আদায় করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন। দৌলতপুর বেবিট্যাক্সি স্ট্যান্ডে খোকন চিকেনে বাসি পঁচা ও ময়লাযুক্ত তেল খাবারে ব্যবহার করার দায়ে পাশাপাশি দুইটি দোকানকে ৪ হাজার টাকা ও দৌলতপুর বাজারে মুরগীর পাইকারি দামের ক্যাশ ম্যামো দেখাতে না পারায় মুরগি বিক্রেতা মেসার্স হক হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টে আধা ঘন্টা ব্যাপী নিচতলা থেকে তিনতলা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তাতে চিকেন গ্রিলের বাসি মসলা পাওয়া যায়, মিষ্টি প্রস্তুত কারখানা অপরিচ্ছন্ন সেখানে কর্মচারীদের শোয়ার জায়গার উপরে খাবার প্রস্তুত করা সহ নানা অনিয়মেও পেয়েও অদৃশ্য কারনে তাদের কে জরিমানা করা হয়নি। পরবর্তীতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়। এ ছাড়াও বাজারের ডিমের দোকান, পাইকারি মুদি দোকান সহ মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, রমজান মাসকে সামনে রেখে আমাদের বাজারে এই অভিযান। সারাদিন রোজা রেখে রোজাদাররা যাতে বাসি জিনিস দিয়ে তৈরি খাবার না খেয়ে পেটের সমস্যা না হয়,কমল পানীয় ও কমল পানি প্রস্তুত করা পাউডার সেগুলো যাতে ভেজাল মুক্ত থাকে, ক্ষতিকার উপাদান দিয়ে ইফতার জাতীয় খাবার তৈরি না করে সেদিকে লক্ষ্যরেখে এ অভিযান। আমাদের উদ্দেশ্য ভোক্তা যাতে সঠিক পণ্যটা পায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানগুলো যাতে খাবারের ব্যবহার না হয়।অধিক মুনাফা যাতে না করতে পারে সেদিকে লক্ষ্য রেখে ভোক্তা অধিকার কাজ করছে।এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, বাজার কমিটির নেতৃবৃন্দ,ভোক্তা অধিকারের অনন্য কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।