মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ রোডস্থ র্যাব ক্যাম্পের সামনে আজ শুক্রবার দুপুরে ১টি প্রাণ কম্পানির পন্যবাহী কভার্ড ভ্যানের ধাক্কায় ১ জন বাইসাইকেল আরোহী নিহত, ও ১ জন আহত হয়েছে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানাযায় চালক গাড়ি রেখে পালিয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত বাইসাইকেল আরোহীর পরিচয় জানা গেছে তিনি শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা তার নাম সুমন রায় ( ৩০ ) পিতাঃ রাধাচরন রায়।আহত সৌরভ পাল (২০) একই এলাকার বাসিন্দা।