ডুমুরিয়া প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাঞ্জেগানা জামে মসজিদের ভিতর থেকে ২ লক্ষ টাকার ১৮টি Tecno brand এর মোবাইল ফোন চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার সূত্রে জানা যায় সাকিবুর রহমান নামে জনৈক এক ব্যাক্তি খুলনা নগরীর শেখ পাড়া (তেতুলতলা মোড়ের) ইশাত এন্টারপ্রাইজের একজন ডিএসআর (ডিস্ট্রিবিউশন সেলস রেপ্রিজেন্টিভ)। তিনি গতকাল (২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার আসরের নামাজ পড়তে ঐ মসজিদে প্রবেশ করেন এবং মোবাইল ভর্তি ব্যাগটি তার পাশে রেখে নামাজ পড়তে দাড়ান।পরে নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখেন ব্যাগটি নেই।এরপর মসজিদ কর্তপক্ষের সাথে কথা বলে কোন সুরাহা না হলে তিনি ডুমুরিয়া থানায় যান অভিযোগ লেখাতে কিন্তু হারিয়ে যাওয়া মোবাইল ফোনের IMEI না থাকায় থানা কর্তৃপক্ষ অভিযোগ লেখাতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান মোবাইলের IMEI নাম্বার ছাড়া অভিযোগ লেখা যায়না।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে “ইশাত এন্টারপ্রাইজের” স্বত্বাধিকারী রাজু ক্রমাগত সাকিবুর রহমানকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।তিনি মামলা করবেন বলেও শাসিয়েছেন।