সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ; সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় দিলারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭) জানুয়ারি দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা-যায়,শুক্রবার ১১ টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী দিলারা বেগম(৪০),গ্রীসনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী পারুল বেগম (৩৫) দুজন মিলে রাসেল মিয়া নামে এক যুবকের মোটরসাইকেল দিয়ে শান্তিপুর মোড় থেকে টেবলাই যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছামাত্র রাস্তায় খনা-খন্দ থাকায় অসাবধনতাবশত চালক মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে,তখন দিলারা বেগম ও পারুল বেগম দুজনই মোটরসাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে যায়।এতে দিলারা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান, পারুল বেগম হাতে ও কোমরে আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও তাদের আত্মীয় স্বজন দ্রুত তাদেরকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল রেফার্ড করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিলারা বেগম (৪০) বিকাল ৫ টার দিকে মৃত্যুবরন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর।