আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে এলজিইডির আরইআরএমপি-৩ প্রকল্পের মহিলা কর্মীদের মাঝে “ফার্স্ট এইড বক্স” বিতরণ করা হয়।
গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে এলজিইডি কার্যালয়ে “ফার্স্ট এইড বক্স” বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মোঃ রকিব হাসান।
উপজেলা প্রকৌশলী বলেন, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর, সোনামুখী, গোপীনাথপুর, তিলকপুর ও রায়কালী এই ৫টি ইউনিয়নে এলজিইডির আরইআরএমপি-৩ প্রকল্পের আওতাভুক্ত ৫০ জন মহিলা কর্মী রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ করার কাজে নিয়োজিত আছে। তারা প্রতিদিন কাজ করতে গিয়ে অনেক সময় ছোটখাটো আঘাত প্রাপ্ত হয়। এসকল কর্মীরা যেন অতি অল্প সময়েই প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারে সেই লক্ষ্যে প্রতি ইউনিয়নে দুটি করে “ফার্স্ট এইড বক্স” দেওয়া হয়। এসব বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি রয়েছে।
উক্ত প্রকল্পের কর্মী মোছাঃ রেশমা বেগম (৩৩) বলেন, “আমরা প্রতিদিন রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করার সময় অল্প চোট-আঘাত পেলে কাজে বিঘ্ন ঘটে। এখন থেকে আমরা প্রাথমিক চিকিৎসা নিজেরাই নিতে পারব। আমাদের কাজে আর সময় বিঘ্ন হবে না। এজন্য উপজেলা প্রকৌশলী স্যারকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই”।
এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী, কমিউনিটি অর্গানাইজার (সিও), অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এবং উক্ত প্রকল্পের সুপারভাইজার।