1. admin@dailydigantor.com : admin :
আ. লীগের সবাই হালাল রুজিতে চলে: মতিয়া চৌধুরী - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

আ. লীগের সবাই হালাল রুজিতে চলে: মতিয়া চৌধুরী

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক//জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনো তারা জনগণের কাছ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের পাশে থাকে।

বুধবার (১৮ জানুয়ারি) লালবাগ শহীদনগর খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘শুধু রিলিফের সময় নয়, রোজা, ঈদসহ সব সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। আজকের এই কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। দলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘মা-বোনেরা যদি উৎসাহ না দেন, বাড়িতে তারা সহযোগী না হলে আমার ভাইয়েরা, চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।’
রাসুল (সা.) দান-খয়রাত করতে উৎসাহিত করেছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘একদিকে রাসুল পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। আমরা সবাই মিলে দেশটাকে, একে-অপরকে সাহায্য করতে পারি। সহযোগিতা করতে পারি। হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর