জে এম রফিকুল সরকার, চবি প্রতিনিধি//শরীয়তপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন (পদ্মা)র আগামী এক বছরে জন্য কমিটি ঘোষিত হয়েছে। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সৈয়দ আব্দুল্লাহ অনিক ও সাধারণ সম্পাদক হিসাবে জাহিদুল ইসলাম।
আজ(১৪ জানুয়ারী)শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ ,মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক -কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ,চবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাদ মৃধা,সাবেক সভাপতি শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন।
শফিকুর রহমান( শাওন)সদ্য সাবেক সভাপতি শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন।তিনি তার বিদায়ী বক্তব্যে বলেন, আমি এই সংগঠন কে আমার পরিবার বলে চিন্তা করতাম ও তার সময়ে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ দিক সকলকে অবহিত করেন এবং এসোসিয়েশনের উন্নয়নে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত সভাপতি সৈয়দ আবদুল্লাহ অনিক বলেন ,পূর্বের সকলের পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন (পদ্মা)কে মডেল হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো।
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন,আমরা শরীয়তপুরের শিক্ষার্থীদের কল্যাণে সকল প্রকার উদ্যোগ গ্রহণ করবো যা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী অংশ হিসাবে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন শফিকুর রহমান( শাওন) সাবেক সভাপতি শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন (পদ্মা)।