শহীদ বকস রাজনগর(মৌলভীবাজার)প্রতিনিধি।।“নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সচিব পাঁপড়ি দত্ত, শিক্ষক রেজওয়ানুল হক পিপুল প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন জনসাধারণকে সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রাপ্তি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে দেওয়া হচ্ছে। জনগনকে সঠিক সময়ে জন্ম মৃত্যু নিবন্ধন করতে আহ্বান জানান তিনি।