1. admin@dailydigantor.com : admin :
ভোলা বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

ভোলা বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

 

টিটু মজুমদার ভোলা জেলা প্রতিনিধি।।বদলীজনিত কারনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার থেকে পদোউন্নতি পেয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মোবাইল ফোনে বক্তব্য রাখেন।এসময় বিদায়ী নির্বাহি কর্মকর্তার প্রসংসা করেন তিনি।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা ভুমি কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মুন্নি আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া ইয়াসমিন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার, টবগী ইউপি চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার ,কুতুবা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান জোবায়েদ মিয়া, সাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃর্ধা, কাচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রব কাজী, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া, ওসি তদন্ত আব্দুল্লা আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

 

পরে বিদায়ী নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাগন ও জনপ্রতিনিধিসহ বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরুল ইসলাম , বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন,সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. এরশাদসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর