এম.এ জাহান।।গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল ১৮/০৯/২০২২ তারিখ ১১.০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মোয়াজ্জেম হোসেন (৬৭), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-পূর্ব হলদিয়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ২। মোসাঃ খালেদা আক্তার বেবী (৬৫), পিতা-মৃত নুরুদ্দিন, সাং-আগামাসি লেন, থানা-বংশাল, জেলা-ঢাকা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেহ এবং ব্যাগ তল্লাশী করে শপিং ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার ফারজানা হক সহকারী পরিচালক (মিডিয়া)।।