দেলোয়ার হোসেন জামালপুর থেকে।।জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পরিবেশ রক্ষার সার্থে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল ও দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি)শ্যামল চন্দ্রধরের নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
আজ ১৬ সেপ্টেম্বল শুক্রবার জুম্মার নামাজ বাদ দেওয়ানগঞ্জ মডেল থানার চত্বরে প্রায় ১৭ টি গাছ লাগানো হয়। গাছগুলোর মধ্যে ছিল আমগাছ, লিচুগাছ, আমড়াগাছ, ছবেদাগাছসহ আরো অনেক নানান প্রজাতির গাছ লাগানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর- ১ আসনের এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান ও রেজাউল করিম, অ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ, মেট লাইফ ইন্সুরেন্স কোম্পানির এসোসিয়েট রেজাউল করিম বাবলু, এস আই হান্নান,এস আই শহিদুল, এসআই কুদ্দুস, মাহবুবুর রহমান, সাংবাদিক খাদেমুল ইসলাম অলিদ,সাংবাদিক এসএম দেলোয়ার হোসেনহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বজ্রপাত থেকে রক্ষা ও ফল সংগ্রহ করার জন্য দেওয়ানগঞ্জ উপজেলার আরও শতাধিক ফল গাছ, তালগাছ সহ বিভিন্ন জাতের গাছ লাগানোর পরামর্শ দেন তারা।