এম.এ জাহান।।র্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা হতে ৮ লাখ পিস নকল রাজস্ব বোর্ডের শুল্ক-করের স্টিকার (সিগারেটের ব্যান্ড রোলস) এবং স্টিকার তৈরির বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধারসহ প্রিন্টিং কারখানার মালিক গ্রেফতার।
সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় প্রতারক চক্রের সদস্য দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক-কর ফাঁকি দিয়ে জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল ব্যান্ডরোল দিয়ে প্রস্তুত এবং বিক্রয় করে আসছে।
অভ্যন্তরীন রাজস্বের সব থেকে বড় খাত হলো সিগারেট। বাংলাদেশ সরকারের মোট রাজস্ব আয় যা হয়, তার প্রায় ১১ শতাংশ আসে সিগারেট খাত থেকে। এরই সূচনায় রাজস্ব ফাঁকি দেয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি সত্যতা যাচাই এর জন্য র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অনিক প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামীয় কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক-কর ফাঁকি দিয়ে জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে নকল সিগারেট ব্যান্ডরোল প্রস্তুতকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ ওলি উল্লাহ (৩৩), পিতা-মোঃ আঃ ছোবাহান, স্থায়ী ঠিকানা-সাং-নাসীরপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর কারখানা তল্লাশী করে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় রাজস্ব বোর্ডের শুল্ক-কর ফাঁকি দেওয়া ২১০০ বান্ডেল নকল ব্যান্ডরোল বা ট্যাক্স স্ট্যাম্প, ২৬৫ টি ফয়েল পেপার, ০৩ টি সিটিপি প্লেট এবং ১৮ টি ডাইস ব্লক উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, অধিক লাভের আশায় দীর্ঘদিন যাবৎ জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ নকল রাজস্ব বোর্ডের শুল্ক করের টাকার (সিগারেট ব্যান্ড রোলস্) প্রস্তুত করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার ফারজানা হক (মিডিয়া) দৈনিক দিগন্তর প্রতিনিধিকে অবহিত করেন।