1. admin@dailydigantor.com : admin :
পুলিশ প্রধান পদে বেনজীরের উত্তরসূরি র‍্যাব ডিজি মামুন - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

পুলিশ প্রধান পদে বেনজীরের উত্তরসূরি র‍্যাব ডিজি মামুন

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানা গেছে।

১৯৮৯ সালে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেব বাংলাদেশ পুলিশে যোগদান করেন আবদুল্লাহ আল মামুন।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান, নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার, ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জ এবং পুলিশ হেডকোয়ার্টারে উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এরপর আব্দুল্লাহ আল-মামুন দায়িত্ব গ্রহণ করবেন। তার চাকরির মেয়ার রয়েছে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত।

 

অন্যদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন ডিজির প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ পদে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নাম আলোচনায় আছে। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর