আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌর সভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকাছেদ আলী।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো সোহেল রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আক্কেলপুর থানা পুলিশ, উপজেলার কাজী, ইমাম-পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ।
সভায় বাল্য বিবাহ হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা, বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।