1. admin@dailydigantor.com : admin :
একটি সফল অভিযান, ছাত্রীকে গণধর্ষণ, সিআইডি কর্তৃক প্রধান ধর্ষক গ্রেফতার! - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

একটি সফল অভিযান, ছাত্রীকে গণধর্ষণ, সিআইডি কর্তৃক প্রধান ধর্ষক গ্রেফতার!

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

 

নিজেস্ব প্রতিবেদক।।গত ২৩ আগস্ট ২০২২ তারিখ রাত আনুমানিক ১০ টার সময় ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দা গ্রামে কতিপয় বখাটে যুবকদের দ্বারা গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার শিকার হয় মিম আক্তার (১৫)।

ঐ ঘটনায় মিম ঘরে থাকা “প্যারাকোট” নামক বিষ পান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইং ২৯/০৮/২০২২ তারিখ সকাল ১০:৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। ঐ সময় মিম মৃত্যুকালীন জবানবন্দী প্রদান করে এবং মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে পরে বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সাথে সংবাদটি প্রচারিত হয়।

ঘটনাগুলো জানার পর এডিশনাল আইজিপি সিআইডি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে ও নির্দেশনায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর নেতৃত্বে এলআইসি’র একটি চৌকস দল উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ভিক্টিমের পরিবার ও বিভিন্ন উৎস হতে ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরেজমিনে সংগ্রহ করা হয়। পরবর্তীতে সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে ১। মোঃ রাব্বি ইসলাম ওরফে এম জেড এইচ রাব্বি (২৩) পিতা- নুরুল ইসলাম, মাতা- আফরোজা ইসলাম, সাং- ছোট পাইককান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

সিআইডি’র একটি চৌকস টীম ফরিদপুর সদর থানা এলাকা হতে প্রধান পরিকল্পনাকারী ও ধর্ষক মোঃ রাব্বি ইসলাম ওরফে এম জেড এইচ রাব্বি (২৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, ভিক্টিম মিম আক্তার (১৫) তার সৎ মামাতো বোন। সে মিমকে পছন্দ করায় তাকে প্রেমের প্রস্তাব দিলে মিম তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রাব্বি তার বাবা-মা’র মাধ্যমে মিমের পরিবারের নিকট বিয়ের প্রস্তাব দিলে মিম প্রাপ্ত বয়স্কা না হওয়ায় তার পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এতে রাব্বি আরো ক্ষিপ্ত হয়ে মিম ও তার পরিবারের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে। অবশেষে ইং ২৩/০৮/২০২২ তারিখ রাত আনুমানিক ১০:০০ সময় তার সহযোগীসহ ফরিদপুর জেলার ভাংগা থানাধীন হাজরাকান্দা সাকিনস্থ ভিক্টিমের বসত বাড়িতে যেয়ে ওৎ পেতে থাকে। ভিক্টিম মিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে এলে রাব্বি ও তার সহযোগীরা তার মুখ আটকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে সংঘবদ্ধভাবে পালাক্রমে গণধর্ষণ করে। গণধর্ষণের বিষয়টি কাউকে বললে তার ও তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি প্রদান করে।

 

পরে মিম গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়ে ঘরে থাকা ঘাস মারার “প্যারাকোট” নামক বিষ পান করে অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯/০৮/২০২২ তারিখ সকাল ১০:৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।

চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তার (১৫) আসামী- রাব্বি ও তার সহযোগী কর্তৃক তার উপর সংগঠিত নারকীয় ঘটনার জবানবন্দী প্রদান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ভিক্টিম মিম আক্তার (১৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। উক্ত হত্যার ঘটনার বিষয়ে ভিক্টিম মিম আক্তার (১৫) এর মাতা- মোসাঃ বিউটি বেগম (৪০) কর্তৃক মোঃ রাব্বি ইসলাম (২৩) কে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার ভাংগা থানার মামলা নং- ৪৬/২৭৩, তারিখ- ৩১/০৮/২০২২ ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩০৬/৫০৬ পেনাল কোড- ১৮৬০ রুজু হয়।

কতিপয় বখাটে যুবকদের দ্বারা গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচিত হয়ে ঘরে থাকা ঘাস মারার “প্যারাকোট” নামক বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দী প্রদান করে মৃত্যুর ঘটনায় রুজুকৃত মামলার প্রধান আসামীকে দ্রুততম সময়ে গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

বিষয়টি দৈনিক দিগন্তর প্রতিনিধি জানান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া)
বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর