1. admin@dailydigantor.com : admin :
ছাত্র মৃত্যুর ঘটনায় ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

ছাত্র মৃত্যুর ঘটনায় ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক।।সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ খবর সোমবার সকালে স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে।

নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর