1. admin@dailydigantor.com : admin :
১০ বছরের সাজা প্রাপ্ত আসামি ২০ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

১০ বছরের সাজা প্রাপ্ত আসামি ২০ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

আবুল হাসান নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁর পুত্র কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ পার্শবর্তী এলাকা হেলেঞ্চাবাড়িয়া গ্রাম হতে র‌্যাবের হাতে গ্রেফতার হয়। ২০০২ সালের একটি ডাকাতি মামলার (দায়রা মামলা নং ৩৩/২০০২) রায়ে ইলিয়াসের ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ হয়। রায়ের কাগজপত্র গায়েব করে কুখ্যাত এই ডাকাত সর্দার ইলিয়াস ২০ বছর যাবত ফেরারি হয়ে ঘুরে বেরিয়েছে।

ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও পার্শবর্তী চন্দনতলা হিন্দু গ্রামের ১৪টি পরিবারকে নির্যাতন করায় তারা রাতের আঁধারে ভারত চলে যাবার অভিযোগ রয়েছে। যার কারণে সরকার সেখানে দ্রুতগতিতে ১টি পুলিশ ক্যাম্প স্থাপন করে।
গত রবি মৌসুমে মুক্তিযোদ্ধা আঃ গণি তালুকদারের জমির মুগডাল চুরি করলে তার বিরুদ্ধে একটি চুরি মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াস আঃ গণি তালুকদারের পুত্র ও নাতিকে খুন করার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে, যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পায়। ইলিয়াসের কোন জমিজমা নেই। চাকরি-বাকরি বা কোন ব্যবসা-বানিজ্য নেই। অথচ গত কোরবানিতে সে দেড় লক্ষাধিক টাকার ১টি গরু কোরবানি দিয়েছে। সম্প্রতি আমতলীতে বেশ ৫/৭ টি ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ডাকাতির সাথে সে জড়িত থাকতে পারে বলে অনেকেই সন্দেহ পোষণ করছেন।

এ বিষয়ে পটুয়াখালী র‌্যাব-৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গতকাল রাত ৯ টায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওযার চেষ্টা কররে ঘেরাও করে ফেরারি ডাকাত ইলিয়াসকে গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর