সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন।।প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার ৫৫ জন ছাত্রীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষাবৃত্তির কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ ৬৮ হাজার টাকা তুলে দেয়া হয় ।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর এসব উপহার বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার সহ উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।