মোঃ এনামুল হক ইসলামপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আলীম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর নতুন পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। তিনি মৃত হাজী আব্দুল খালেকের ছেলে।
১০ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে লোডশেডিংয়ের সময় বসতবাড়িতে দুটি তার সংযোগের কাজ করছিলেন তিনি। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত ইসলামপুর উপজেলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ইসলামপুর সার্কেলে এএসপি সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।