এস এম দেলোয়ার হোসেন।।জামালপুরের দেওয়ানগঞ্জ নব নির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবী অপুসহ সকল নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে মডেল থানার সামনে দৃষ্টিনন্দন জলাধারের তীরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শ্রী জয়দেব চন্দ্র সাহার সভাপতিত্বে একে মেমোরিয়াল কলেজ দেওয়ানগঞ্জ ছাত্র সংসদের সাবেক জিএস বিকাশ কবির ইমরানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ওমর ফারুক,শিক্ষাবৃদ মোঃ তাপস আহসান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর আলম সিদ্দিকী জুয়েল, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর খোকা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান মোল্লা,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব, বাজার ব্যবসায়ী রাসেল, বাজার ব্যবসায়ী অমিত শাহাসহ আরো অনেকেই। এ সময় অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরো অনেকে।
এ সময় অনুষ্ঠানের মেয়র অপু বলেন, সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেওয়ানগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা রূপান্তর করব ইনশাআল্লাহ এজন্য পৌরবাসীদের সহযোগিতা কামনা করছি।