নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ তা প্রতিহত করবেই।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে কিছু করতে না করেছি সেটা ঠিক, তবে পুলিশকে আক্রমণ করলে তারা সেটা প্রতিহত করবেই।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা চাপ লক্ষণীয় হলেও বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণায় এসেছে, বাংলাদেশ খাদ্য ঘাটতিতে নেই। বাংলাদেশ কোনো সংকটে নেই। প্রতিবেশি অনেক দেশের প্রেক্ষাপটেও বাংলাদেশের ঋণ পরিশোধজনিত ঝুঁকি নেই।