1. admin@dailydigantor.com : admin :
দেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকায় চাল, ১৮ টাকায় আটা বিক্রি শুরু - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

দেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকায় চাল, ১৮ টাকায় আটা বিক্রি শুরু

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক।।দেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে প্রতি কেজি চাল ৩০ এবং আটা ১৮ টাকায় বিক্রি শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আজিমপুরে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সারাদেশের ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে সরকার ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলার নিয়োগ দিয়েছে। এরমধ্যে সব কেন্দ্রেই চাল বিক্রি শুরু হয়। আর আটা বিক্রি হয় ৪০৩টি কেন্দ্রে।

খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিল-এ ৫ মাস পরিচালিত হয়।

সারাদেশে ডিলার সংখ্যা ১০ হাজার ১১০ জন। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। সেই প্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।

এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার (৩০ আগস্ট) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীরা বাজারে চাল কিনতে না গেলে স্বাভাবিকভাবেই চালের দাম কমে আসবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর