1. admin@dailydigantor.com : admin :
জামালপুর ইসলামপুরে সাবেক চেয়ারম্যান দুর্নীতি মামলায় কারাগারে - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন

জামালপুর ইসলামপুরে সাবেক চেয়ারম্যান দুর্নীতি মামলায় কারাগারে

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

এনামুল হক ইসলামপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে দুর্নীতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মাহমুদ হাসান বাদী হয়ে ২০০৯ সালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেছিলেন।মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতে এ দণ্ডাদেশ দেন বিচারক মো. এহসানুল হক।

দণ্ডিত জয়নাল আবেদীন ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি তৎকালীন সময়ে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি পচাবহলা গ্রামের মৃত ভোলা মণ্ডলের ছেলে।

তথ্য নিশ্চিত করে সরকারপক্ষের আইনজীবী লুৎফর রহমান রতন জানান, ১ লাখ ৯৮ হাজার ৬২২ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৯ সালের ৩১ মার্চ জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করে দুদক। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দণ্ড প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এছাড়া আসামি সোনাউল্লাহ ঢালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর