নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ প্রেসক্লাব ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ এনামুল হককে আহবায়ক এবং রাশেদুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিট ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমেঃ
আহবায়ক, মোঃ এনামুল হক, দৈনিক দিগন্তর, ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও মুক্ত বাংলা জেলা প্রতিনিধি।
১,যুগ্ন আহবায়ক, মোঃ ছানোয়ার হোসেন সনি, গ্লোবাল টেলিভিশন (স্টাফ রিপোর্টার)।
২,যুগ্ন আহবায়ক, মোঃ রুবেল মিয়া(তথ্য ধারা)ইসলামপুর উপজেলা প্রতিনিধি।
৩,যুগ্ন আহবায়ক, মাহবুবুর রহমান(ইনফো বাংলা) জেলা প্রতিনিধি জামালপুর।
সদস্য সচিব, রাশেদুল ইসলাম(মুক্ত বাংলা) স্টাফ রিপোর্টার।
সাংগঠনিক সদস্য, মোঃ মাইনুল ইসলাম, (নাগরিক ভাবনা) ইসলামপুর উপজেলা প্রতিনিধি।
অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ নুরনবী, (বাংলাদেশ ক্রাইম সংবাদ),স্টাফ রিপোর্টার, সদস্য মোঃ মামুনুর মিয়া, দৈনিক নবতান, জেলা প্রতিনিধি জামালপুর।