1. admin@dailydigantor.com : admin :
অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন

অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক।।পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের মুক্তি পাওয়া ‘দিন: দ্য ডে’ ছবির বাজেট নিয়ে শুরুতেই মানুষের কৌতুহল ছিল। পরবর্তীতে জানানো হয় এ ছবি নির্মাণ করতে ১০০ কোটি টাকা ব্যয় হয়।

কিন্তু পরবর্তীতে যখন দিন: দ্য ডে’র নির্মাতা মোর্তেজা অতাশ জমজম ছবির বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তখন থেকেই নতুন বিতর্কের জন্ম দেয়।

এবার এ বিতর্কে ক্ষোভে ফেটে পড়লেন অনন্ত জলিল। জানালেন নিজেকে বদলে ফেলার কথা। অভিমান নিয়ে বললেন, ‘অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন।’

শনিবার (২৭ আগস্ট) বিকালে তিনি তার ভেরিফাইড ফেসবুকে পেইজে একটি দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি ছবির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনন্ত বলেন, চাইলে তিনি এই কথাগুলো আরও আগেই বলতে পারতেন। তবে তিনি মাঝের কয়দিন অপেক্ষা করেছেন তার ভক্ত ও মিডিয়ার আচরণ দেখার জন্য। যা দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘সত্যতা যাচাই না করে কেমন করে ছবিটিকে ৪ কোটি টাকার বলে হাজার হাজার নিউজ করলেন আপনারা। আপনাদের যাচাইয়ের সময় নাই? অনন্ত জলিল মানেই আলোচনা-সমালোচনার কম্পিটিশন লেগে যায়।’

ভিডিও’র এক পর্যায়ে তিনি যাদের আর্থিক সহযোগিতা করেছেন তাদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, আমার ফ্যান ক্লাব হয়েছে। কদিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি বন্যার জন্য। ঢাবিতে বন্যার্তদের জন্য ৫ লাখ দিলাম। করোনার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি। আমার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে। জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিজের জীবনের মায়া করিনি। এই সময়ে এসে দেখলাম, তারা আমার জন্য আন্দোলন করে কি না। না, কেউ আমার হয়ে দাঁড়ায়নি। তারমানে আমি এতোদিন যা করেছি ভুল করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমার ভুল ছিলো।’

 

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত বলেন, ‘আপনারা আমাকে বদলে দিয়েছেন। আমার চোখ খুলে দিয়েছেন। অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন। এখন অন্য সেলিব্রেটির মতো আমিও বদলে গেছি। আমাকে আর আগের মতো আপনারা পাবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি নিয়ে শুরু থেকেই অনন্ত জলিল দাবি করে আসছিলেন ১০০ কোটি টাকা বাজেটের ছবি ‘দিন: দ্য ডে’। কিন্তু ছবিটি মুক্তির প্রায় দেড়মাস পর সম্প্রতি পরিচালক দাবি করলেন, প্রকৃত বাজেট আসলে ৫ লাখ ডলার। ২০১৮ সালে হওয়া চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার কিছু বেশি।

ইনস্টগ্রামে এক পোস্টে পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর