তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ তালতলী শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসানকে আহ্বায়ক ও মো. মুসা ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার সময় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান কার্যালয় থেকে অনলাইন মিটিং এর মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জেএম ইমরান হোসেন মনির, বিশেষ অতিথি ছিলেন অত্র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আ.রশিদ, উপ-সেক্রেটরী জেনারেল এম মাহদী হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।
ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বক্তব্য শেষে তালতলী উপজেলা শাখায় ১৫ সদস্য এ আহ্বায়ক কমিটির ঘোষণা করে।
আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা, আহবায়ক সাংবাদিক আবুল হাসান।
প্রথম যুগ্ন-আহবায়ক মো.রাসেল হোসেন রায়হান।
দ্বিতীয় যুগ্ন-আহবায়ক হাফেজ মো.অলী উল্লাহ।
তৃতীয় যুগ্ন-আহবায়ক সানজিদা আক্তার
চতুর্থ যুগ্ন-আহবায়ক শাহাজাদা
পঞ্চম যুগ্ন-আহবায়ক হাফিজুল হক
সদস্য সচিব মোঃ মুসা ইসলাম
সদস্য, সাবিনা আক্তার, নেছার উদ্দিন, সজীব খান, মিম আক্তার, মাহিয়া আক্তার মুন্নি, শিহাব মোল্লা, ইমরান পাটোয়ারী, মো. নাঈম ইসলাম।