1. admin@dailydigantor.com : admin :
কলাপাড়ায় মানব অধিকার বিষয়ক প্রশিক্ষণ - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

কলাপাড়ায় মানব অধিকার বিষয়ক প্রশিক্ষণ

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

 

মোঃ আরিফ সিকদার কলাপাড়া প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় জেন্ডার সমতা, সামাজিক অর্ন্তভুক্তি, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে মানব অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আজ বুধবার সকালে কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের নিয়ে এ ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, আশা’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, এইচপির ট্রেনিং অফিসার মোঃ শরিফুল ইসলাম খান।
এসময় কলাপাড়া পৌরসভার কনজারভেনসী অফিসার নূরুল হক, কনজুমার সদস্য শিরিন আক্তার, রেখা রানী, উদ্যোক্তা বিউটি বেগম, ছালমা, মোঃ আবুল বাশার, তাছলিমা, সাগর এইচপি’র ট্রেনিং অফিসার জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা পানি ও স্যানিটেশন মানব অধিকারের ক্ষেত্রে বিগত সময়ে কিভাবে সহযোগিতা করছে, মানব অধিকার, মৌল মানবাধিকার, ওয়াস কিভাবে মানবাধিকারের সাথে সম্পর্কিত, জেন্ডার, জেন্ডার সমতা বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে প্রশিক্ষণে দলীয় কাজ উপস্থাপন কারীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। উল্লেখ্য এইচপি আশা নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যা ওয়াস উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিধির সফলতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ঠ ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর