1. admin@dailydigantor.com : admin :
শিবগঞ্জে দুইটি হরি মন্দিরের মূর্তি ভাংচুর - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

শিবগঞ্জে দুইটি হরি মন্দিরের মূর্তি ভাংচুর

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

 

বগুড়া প্রতিনিধি।।বগুড়ার জেলার শিবগঞ্জে দুইটি হরি মন্দিরের হরিঠাকুরের মন্ডু , নিতাই, লক্ষ্মীর মন্ডু ও জয়ার হাত, মাথার মুকুট রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা।
রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হিন্দুপাড়া গ্রামে এই নিন্দনিয় ঘটনা ঘটে। এ ঘটনায় সিহাব (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রহবল হিন্দু পাড়া গ্রামে সনাতন ধর্মালম্বীদের পারিবারিক পৃথক ২টি হরি মন্দিরের হরিঠাকুরের মন্ডু , নিতাই, লক্ষ্মীর মন্ডু ও জয়ার হাত, মাথার মুকুট রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ তাৎতক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বিপিএম বার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এসময় কান্তি কুমার সাহা ও শ্রী নিত্যরঞ্জন সরকার বলেন, এই এলাকার মুসলমানদের সঙ্গে আমাদের ভ্রাতিত্ব ভাব রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। তবে কে বা কাহারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এ ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বিপিএম বার বলেন, মন্দিরের দরজা না থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তবে মন্দিরের নিরাপত্তার স্বার্থে মন্দিরের দরজা লাগানো বিশেষ প্রয়োজন।

 

এ সমস্যার কথা প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসা, উপজেলা চেয়ারম্যান এর নিকট উত্থাপন করার পরামর্শ প্রদান করেন। মন্দির পরিদর্শন করাকালীন সময়ে পুলিশ একজনকে সন্দেহ ভাজন আটক করে।

 

আটকৃত যুবক চাঁদপুর জেলার আমির হোসেন এর ছেলে সিহাব (৩০) বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আটকৃত যুবক পার্শ্ববর্তী গ্রামে দীর্ঘদিন যাবৎ তার বোনের বাড়িতে বসবাস করেন। সে একজন মাদক সেবনকারী হিসাবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ঘটনাস্থল থেকে পায়ের ছাপ এর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। সেই মোতাবেক দুপুরে পুনরায় এসপি মহোদয়ের সঙ্গে পরিদর্শনে গিয়ে সিহাব নামের এক যুবককে আটক করা হয়েছে।আটকৃত যুবক মন্দিরে ভাংচুরের ঘটনার বিষয়টি স্বীকার করে।

এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর