আবুল হাসান নিজস্ব প্রতিনিধি।।বরগুনার তালতলীতে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিত বিএনপি নেতা কর্মীরা একই সময়ে কর্মসূচীর আয়োজন করায় ১৪৪ ধারা জারী করেছেন প্রশাসন। তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সোমবার (২২ আগস্ট ২০২২) বিকেল ৩টার দিকে তালতলী ছালেহিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বিএনপির বর্তমান নেতাকর্মীরা কর্মসূচির আয়োজন করে অন্যদিকে বিএনপির আহবায়ক কমিটি থেকে পদবঞ্চিত গ্রুপ তালতলী বন্দর হাই স্কুল রোডের বটতলার মোড়ে বিক্ষোভের আয়োজন করে। এছাড়াও একই দিনের একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবসের আয়োজন করা হয়। একইদিনের একই সময়ে একাধিক স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হলে সার্বিক দিক বিবেচনা করে পরিস্থিতি শান্ত রাখার জন্য ১৪৪ ধারা জারী করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, একই সময় একই দিনে একই স্থানে নানা কর্মসূচির আয়োজন করায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। যাতে করে আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে।