1. admin@dailydigantor.com : admin :
কিশোরগঞ্জে কয়েল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫ - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কয়েল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. শাহিন মিয়া, মোহাম্মদ মাসুম উদ্দিন, মোহাম্মদ দীন ইসলাম, মোরশেদ শেখ ও আব্দুর রহমান।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের পঞ্চবটী গ্রামে দুলাল মিয়ার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এখনো কাজ চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা কারখানার আরেক কর্মী শাওন বলেন, ‘আমরা বিকেলে যখন কাজে ব্যস্ত, তখন কয়েলের হিটার অনেক হিট হয়ে বিস্ফোরিত হয়। এর কাছাকাছি থাকা ৫ জন দগ্ধ হলে তাদের প্রথমে স্থানীয় আল সাপা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গোড়াকান্দা জব্বার জুটমিল রোডের ওই কারখানায় শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর