মীর ফারুক হোসেন যশোর প্রতিনিধি।। বেনাপোলে পৌর বিএনপিল উদ্দ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে আয়োজন করে অনুষ্ঠানে চলাকালিন সময় হামলা করে ছাত্রলীগের এর নেতাকর্মিরা। হামলায় বিএনপির ৫ নেতাকর্মি গুরুতর ভাবে আহত হয়েছে।
১৬ আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় বেনাপোল ডবলু মার্কেট এর পিছনে মিলন চেয়ায়ম্যান এর অফিসের সামনে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেলের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগের কর্মি দেশিও অস্ত্র নিয়ে হামলা করে বলে জানান বিএনপির নেতারা।
হামলায় আহতরা হলো বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিপুর গ্রামের রফিউদ্দিন বিশ্বাস আকতার হোসেন পৌর বিএনপির অপর সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার ছোট আচড়া গ্রামের আহাদ আলী বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক কাগজপুকুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে আরিফুর ইসলাম আরিফ গাজিপুর গ্রামের মমিন উদ্দিন ছেলে রিন্টু গাজিপুর গ্রামের মাহাতাব এর ছেলে মোশারেফ ভবারবের গ্রামের বল্টু মিয়ার ছেলে আলিফ হোসেন।
বেনাপোল বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন জানান বিকালে খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া আনুষ্ঠান চলাকালিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগের কর্মিরা হামলা করে ঘটনায় আমাদের ৫ নেতাকর্মি গুরুতর আহত হয়েছে।আহতদের আশংকাজনক অবস্থায় যশোর সরকরী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পুলিশের টিম ঘটনাস্থলে পৌছায় ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সর্তক অবস্থান করছে। এ বিষয়ে জানতে বেনাপোল পোর্ট থানা ওসিকে ফোন করলে তিনি ফোন রিসিফ করেনি।