শ্রীমঙ্গল প্রতিনিধি:
সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন।। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের সাথে শ্রম অধিদপ্তরের আলোচনায় কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী এনডিসি।
আজ দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ মজুরি বৃদ্ধির দাবীতে লাগাতার আন্দোলন কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরেন।চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার ও অন্যান্য শ্রমিক নেতারা বলেন, বর্তমান বাজারে সব ধরনের পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে।১শ ২০ টাকা মজুরীতে কাজ করে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা ৩শ’ টাকা মজুরী নির্ধারণে দাবী জানিয়ে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করে যাবে।
বৈঠকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ২৩ আগষ্ট চা বাগান মালিক–শ্রমিকদের সাথে শ্রম প্রতিমন্ত্রীর ত্রি-পাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে শ্রমিকদের দাবীর পক্ষে তিনি কথা বলবেন বলে জানান। তিনি শোকের মাস, চা শিল্প ও দেশের অর্থনীতির স্বার্থে আগামী ২৩ তারিখ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান।
কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ আসার পরপরই সাধারণ শ্রমিকরা বৈঠকে হট্টগোল শুরু করেন। তারা বলেন আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দিয়ে বৈঠক থেকে বের হয়ে শ্লোগান দিতে থাকেন, এতে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি হয়ে যায়।
পরে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংবাদিকদের বলেন, বৈঠকে কর্মবিরতির আহবান সাধারণ শ্রমিকরা মেনে নেয়নি। ফলে আমরা আন্দোলন ও আলোচনা এক সাথে চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকে অংশগ্রহণ করেন শ্রম অধিদপ্তরের (শ্রীমঙ্গল) উপ-পরিচালক মোঃ নাহিদুল ইসলাম, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃসাদিকুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন,সহকারী পুলিশ সুপার ( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মোঃ শহিদুল হক মুন্সি, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সদ্বীপ তালুকদার,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামিম আর রশীদ তালুকদার, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, জুড়ি ভ্যালির সভাপতি কমল চন্দ্র বুনার্জি, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ, সহ বিভিন্ন চা শ্রমিকের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলসহ দেশের ১৬৭ টি চা বাগানে শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন করছেন।