1. admin@dailydigantor.com : admin :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

 

জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আবদুস ছত্তার খান, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার খান, বরিশাল কোতোয়ালি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নুরুল আমিন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশে আজ সব পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।  দেশে লোডশেডিংয়ের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ।  অথচ সরকার এ সমস্যাগুলো থেকে জনগণকে উত্তরণে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ে এ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

সভা শুরুর আগে জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর