৯ আগষ্ট মঙ্গলবার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছি।
অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।
মাদক,জুয়া,ওয়ারেন্ট সহ বিভিন্ন সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ অত্যন্ত দ্বায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতা গতকাল রাতে জুয়ারু, ওয়ারেন্ট সহ ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে আজ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।