1. admin@dailydigantor.com : admin :
জামালপুর মেলান্দহ রুকনাই শরপেই বিল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৪১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৪১ অপরাহ্ন

জামালপুর মেলান্দহ রুকনাই শরপেই বিল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

 

এনামুল হক ইসলামপুর প্রতিনিধি : জামালপুরে মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নে রুকনাই শরপেই বিল থেকে মো: ফরহাদ (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ৯ আগষ্ট) সন্ধ‍্যায় ৬ টার দিকে শরপেই বিল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ খুদিয়াকান্দা গ্রামে মৃত আফছার গ্রাম সরকারের ছেলে। সেই শরপেই বিলটি হিরা ও রিপনের নামে লিজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবা গত রাতে ফরহাদ ঘর থেকে শরপেই বিলের পাশেই জুয়া খেলতে যায়। দীর্ঘক্ষণ পর ফরহাদ ঘরে না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী বিলে লাশ ভাসতে দেখে, পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এদিকে নিহত ফরহাদের স্ত্রী রাশেদা অভিযোগ, তার স্বামী ফরহাদকে হত্যা করে লাশ বিলে ফেলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ফরহাদকে হত্যা করে লাশ বিলে ফেলে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দোলোয়ার হোসেন বলেন, নিহত ফরহাদের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। এতে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

অভিযোগ থাকায় ফরহাদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে এটা হত্যাকান্ড কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর