1. admin@dailydigantor.com : admin :
রাজনগরে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

রাজনগরে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

 

শহীদ বকস রাজনগর প্রতিনিধি : বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২ টি চা বাগানের চা শ্রমিকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন । মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কাজে যোগদান না করে বাগানগুলোর চা শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

 

আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।

 

মাথিউড়া চা বাগানের পাঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে।

আমাদের মজুরী ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বর্ধিত করার প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না।

১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করবো।

 

মাথিউড়া চা বাগানের পাঞ্চায়েত রাম লাল সাধু বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল ব্যক্তি বলেন, মজুরী বৃদ্ধির দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেয়া এক সপ্তাহের সময় সোমবার শেষ হচ্ছে। কিন্তু এখনো দাবী মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর