শহীদ বকস : মৌলভীবাজারের রাজনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সোমবার (০৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের পরিচলানায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ দাশ, রাজনগর সরকারি কলেজের প্রভাষক শাহানারা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, রাজনগর পৌটিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
সভা শেষে দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।