জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিন চত্বরের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সানি আব্দুল্লাহ (২৩), বাঁধন (২৩), শান্তা (১৮), জাওয়াদ আহমেদ (২৫), দাবির আহমেদ জুবেন (২৩), দীপা মনি (২২), আদনান (২৪), শাহাদাত (২০), ইভান (২১), অনিক(২০), দিয়া মল্লিক (২৭), তানজিল (২২) ও তামজিদ (২৪)। বাকিদের নাম জানা যায়নি।
ভুক্তভোগীরা জানান, রমনা জোনের এডিসি হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ তাদের ওপর হামলা করেছে। এতে তাদের নেতাকর্মী আহত হয়েছেন।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, আমরা পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও এ খাতে লুটপাটকারীদের বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করি। ওই সময় পুলিশ জাদুঘরের সামনে অবস্থা নেওয়া বিক্ষুব্ধ ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে। তাদের সরিয়ে আমাদের কর্মসূচিতে হামলা করে পুলিশ। এতে ২০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর প্রতিবাদে সোমবার দুপুর ১২ টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।