মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ শুক্রবার (৫-আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা সভাপতিত্ব করেন মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামি লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও হাবিবুর রহমান শাহিনসহ অনেকেই বক্তব্য রাখেন।