
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশ ও ভোলায় পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনঃরায় দলীয় কার্যলয়ের সম্মুখ এসে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হারুন-অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম মৃধা প্রমুখ।