রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে চার হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নাসির (২০), মো. তরিকুল ইসলাম (১৯), আলী হোসেন (৩৫) ও আবুল হোসেন (২৫)।
মঙ্গলবার (২ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
এতে বলা হয়, গণমাধ্যমে চাঁদাবাজির খবর প্রকাশিত হলে র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ীর কুতুবখালী রসুলপুর ও ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। অভিযানে যাত্রীবাহী অটো, সিএনজি, মিশুক, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী গোলচত্বর ও এর আশপাশের বিভিন্ন রাস্তায় অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপের চালক ও সহকারীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।